Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

এক নজরে: বাংলাদেশ বেতার, ময়মনসিংহ

উদ্বোধনের ইতিহাস:

২রা নভেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ/১৭ই কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/২১শে সফর ১৪৪০ ‍হিজরী বাংলাদেশ বেতার, ময়মনসিংহ উদ্বোধন করা হয়। এ দিন বিকাল ৩.৩০ মিনিটে ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রদত্ত ভাষণ বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্র সরাসরি রীলে করে সম্প্রচার করে। এরই মধ্য দিয়ে  শিক্ষা, সাহিত্য, ও সাংস্কৃতিক ঐতিয্যের প্রাণকেন্দ্র মহুয়া মলুয়ার দেশ ময়মনসিংহে ১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ ও ডিজিটাল কেন্দ্র হিসেবে বাংলাদেশ বেতার, ময়মনসিংহ যাত্রা শুরু করে।

এই শুভক্ষণে স্টুডিওতে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) জনাব পরিতোষ চন্দ্র দাস, বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব নারায়ন চন্দ্রশীল, প্রধান প্রকৌশলী জনাব আহমেদ কামরুজ্জামান, প্রকল্প পরিচালক জনাব মুনীর আহমেদ, আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ রাফিউল করিম, উপ-প্রকল্প পরিচালক জনাব মোঃ শরিফুজ্জামান সরকার, সহকারী পরিচালক (অনুষ্ঠান) শেখ মহাবুল হোসন রাজীব ও জনাব মোঃ জাকিরুল ইসলাম, প্রযোজনা সহকারী জনাব মিয়া মাসুম আহমেদ, উপ-সহকার বেতার প্রকৌশলী জনাব রাসেদুল ইসলাম ও সুদীপ্ত শেখর নাগ এবং ইকুইপমেন্ট এ্যাটেনডেন্ট জনাব কামরুল আহসান।

 

অবস্থান:

বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্র জেলা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষী ভবন সংলগ্ন ১.৬ একর জায়গার উপর অবস্থিত।


ফ্রিকোয়েন্সি:

বাংলাদেশ বেতার ময়মনসিংহ থেকে ১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এফ এম ট্রান্সমিটারের সাহায্যে এফ এম ৯২.০ মেগাহার্জে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বর্তমানে এফ এম ব্যান্ড  ৯২.০ মেগাহার্জের পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং Bangladesh Betar App এ অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে।

 

সম্প্রচার সময়:

বর্তমানে প্রতিদিন সকাল ৭টা ৫০মিনিট হতে সকাল ১১টা এবং দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্প্রচার চলমান রয়েছে। 


বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রের উদ্বোধনী অধিবেশনে দায়িত্বপালন:

(ক) অনুষ্ঠান শাখা:

আঞ্চলিক পরিচালক: মোহাম্মদ রাফিউল করিম (সার্বিক তত্ত্বাবধান)

সহকারী পরিচালক (অনুষ্ঠান): শেখ মহাবুল হোসন রাজীব (অনুষ্ঠান প্রযোজনা)

সহকারী পরিচালক (অনুষ্ঠান): মোঃ জাকিরুল ইসলাম (উদ্বোধনী ঘোষণা পত্র ও ধারালিপি রচনা, এবং উপস্থাপনা ও অধিবেশন তত্ত্বাবধান)

অনুষ্ঠান ঘোষক/ঘোষিকা: মিয়া মাসুম আহমেদ, রুবিনা আজাদ, মোঃ সারোয়ার জাহান, গোলাম রহমানী কোরায়শী সজল, এনায়েত কবির খান, ইমরান হাসান শিমুল এবং তনিমা সাহা।

 

(খ) প্রকৌশল শাখা

আঞ্চলিক প্রকৌশলী: মোঃ শরীফুজ্জামান সরকার (সার্বিক প্রকৌশল তত্ত্বাবধান)

উপ-সহকার বেতার প্রকৌশলী: রাসেদুল ইসলাম (পালা প্রধান)

ইকুইপমেন্ট এ্যাটেনডেন্ট: মোঃ কামরুল আহসান (কারিগরি সহযোগিতা)